Donate
ইমাম বুখারী ট্রাস্ট -এর পরিচিতি
ইমাম বুখারী ট্রাস্ট ২০১৭ সালের পহেলা অক্টোবর ধলেশ্বরী নদীর তীরবতী পলাশপুরে, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। মূলতঃ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান- যা শিক্ষা, ইসলামী দাওয়াহ ও সামাজ উন্নয়নমূলক নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলছে।
এই ট্রাস্ট, ইমাম বুখারী জামে মাসজিদ কমপ্লেক্স ও একাডেমিক প্রতিষ্ঠানসমূহের কাস্টডিয়ান হিসাবে কাজ করছে। দেশের সামগ্রিক শিক্ষা, সুস্থধারার সংস্কৃতি ও নৈতিকতার বিকাশে নানা কার্যক্রম পরিচালনা, তারুণ্য নির্ভর একটি স্মার্ট ও যোগ্য সমাজ গঠন, নানাবিধ সামাজিক কার্যক্রম এবং জান্নাতমুখী সমাজ বিনির্মাণে ইমাম বুখারী ট্রাস্ট বদ্ধপরিকর।
মাসজিদ কারা আবাদ করেন সে সম্পর্কে মহান আল্লাহ বলেন,
( إِنَّمَا يَعۡمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمۡ يَخۡشَ إِلَّا ٱللَّهَۖ فَعَسَىٰٓ أُووْلَٰٓئِكَ أَن يَكُونُواْ مِنَ ٱلۡمُهۡتَدِينَ ) التَّوۡبَةِ ١٨
“নিঃসন্দেহে তারাই আল্লাহর মাসজিদসমূহ আবাদ করে যারা আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে এবং সালাত কায়েম করে ও যাকাত আদায় করে; আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে।”
(সূরা আত-তাওবাহ, আয়াত-১৮)
মাসজিদের নির্মাণ কাজ সম্পর্কে রাসূলুল্লাহ < বলেন,
(مَنْ بَنَى مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ) رواه البخاري و مسلم
“যে ব্যক্তি কোন মসজিদ নির্মাণ করে, আল্লাহ তা’আলা তার জন্যে জান্নাতে অনুরূপ প্রাসাদ তৈরি করে দেবেন।”
[সহীহ বুখারী ও সহীহ মুসলিম, হা/৫৩৩]
রাসূলুল্লাহ < আরো বলেন, وروى ابن ماجه (৭৩৮) عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اَللَّهِ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : (مَنْ بَنَى مَى مَسْجِدًا لِلَّهِ كَمَفْحَصِ قَطَاةٍ أَوْ أَصْغَرَ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ) صححه الألباني “যে ব্যক্তি আল্লাহর জন্য মরুর কবুতরের নীড়ের মত বা তার চেয়ে ক্ষুদ্র একটি মাসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি আবাস তৈরী করে দেবেন।” (সুনান ইবনু মাজাহ, হা/৭৩৮ আস-সিলসিলাতুল আ-সাহীহাহ)
অনুদান পাঠানোর নিয়ম : আপনি এককালীন/মাসিক/বাৎসরিক অনুদান প্রদান করতে পারেন। আপনি আপনার নিজের পক্ষ থেকে কিংবা বাবা-মা অথবা সন্তান-সন্ততি কিংবা আপনার কোন প্রিয়জনের পক্ষ থেকে এভাবেই ‘সাদাকায়ে জারিয়া’ চালু রাখতে পারেন।
ব্যাংক একাউন্ট (০১) : (মাসজিদ প্রকল্পের জন্য এই একাউন্টে অনুদান প্রদান করুন) IMAM BUKHARY JAME MOSJID COMPLEX, BANGLADESH 2050 2230 2018 75016 VIP ROAD, DHAKA ISLAMI BANK BANGLADESH LIMITED.
ব্যাংক একাউন্ট (০২) : IMAM BUKHARI TRUST 2050 4350 9000 01614 (SND-16) COLLEGE GATE BRANCH , TONGI, GAZIPUR ISLAMI BANK BANGLADESH LIMITED.
বিকাশ একাউন্ট : ০১৮৫২-৮০৮ ৫৫৪ (পার্সোনাল)
আল্লাহ আপনাদের ও আমাদের সবাইকে তাওফীক দিন এবং কবুল করুন। আমীন!
Manual Donate - Imam Bukhari Trust
If you want to Donate manually, please click the Donate Button or contact at bukharimasjid.bd@gmail.com